মোসা.তানজিলা: ঢাকার ইডেন মহিলা কলেজে হযরত রাবেয়া বসরী রহঃ (প্রস্তাবিত নাম) হলে মধ্যরাতে গ্যাস সংকট নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাত দশটার দিকে গ্যাস না থাকায় শিক্ষার্থীরা হাড়ি-পাতিল বাজিয়ে স্লোগান দিতে শুরু করলে পুরো হলপ্রাঙ্গণ আন্দোলনের মুখে উত্তাল হয়ে ওঠে।
শিক্ষার্থীরা জানান, কয়েক মাস ধরেই তারা গ্যাস সমস্যায় ভুগছেন। সারাদিন গ্যাস থাকে না, সন্ধ্যার পর এলেও ফ্লো থাকে খুব কম। এ নিয়ে একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
বঙ্গমাতা হলের শিক্ষার্থী সাইমা ইসলাম বলেন,
গত কয়েক মাস ধরেই গ্যাস সমস্যায় ভুগছি। হঠাৎ করে গ্যাস চলে যায়, রান্না করা যায় না। ক্যান্টিনেও অনেক সময় খাবার তৈরি হয় না। আজও সারাদিন গ্যাস ছিল না। রাত দশটা বাজলেও গ্যাস না আসায় আমরা স্লোগান শুরু করি, এরপরেই গ্যাস চলে আসে। এতে আমাদের সন্দেহ হয় বিষয়টির পেছনে কোনো কারসাজি রয়েছে।”
এ বিষয়ে বঙ্গমাতা হলের হল সুপার নাজমুন নাহার বলেন,
গ্যাস সংকট দীর্ঘদিন ধরে চলছে। গ্যাস অফিসকে বহুবার জানিয়েছি, তারা ঠিক করলেও কিছুদিন পর আবার সমস্যা শুরু হয়। এমনকি ডিজিএমআই এসে লাইন চেক করেও ফ্লো কম থাকার বিষয়টি নিশ্চিত করেছে। আমি গ্যাস অফিসারদের জানিয়েছি, সমস্যার সমাধান না হলে শিক্ষার্থীদের নিয়ে সরাসরি অফিসে যাব।”
শিক্ষার্থীদের বিক্ষোভের কিছুক্ষণ পরই গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় তাদের মধ্যে এখনো ক্ষোভ রয়ে গেছে এবং স্থায়ী সমাধানের দাবি আরও জোরালো হয়েছে।