নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সারাদেশ

রবিউল হাসান, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুগো পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে মো. ইমন (২৪) এবং একই গ্রামের আব্দুল হক ডাক্তার বাড়ির নুর হোসেন রিফাত (২০)।

পরিবার জানায়, ইমন ও রিফাত একসাথে ইলেকট্রিক প্লাম্বারের কাজ শিখছিল। বৃহস্পতিবার সকালে তারা কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে চৌমুহনী বাজারে যাচ্ছিলেন। পথে ট্রাক তাদের মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন দুজনেই।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিফাতকে ঢাকায় নেওয়ার পথে দুপুর ২টার দিকে কাঁচপুর এলাকায় তার মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *