দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে দেওয়া ফেসবুক পোস্টের কারণে সমালোচনার মুখে পড়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেনকে বদলি করা হয়েছে।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে তিনি নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। দ্যা ডেইলি ক্যাম্পাস-এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি দেলোয়ার হোসাইন মাহদীর সঙ্গে আলাপকালে তিনি জানান, সদর মডেল থানা থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার ডাকসু নির্বাচনের দিন সকালে নিজের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে ছাত্রদল সমর্থিত প্যানেলকে ইঙ্গিত করে একটি শুভকামনা পোস্ট দেন ওসি মোজাফফর।
তার পোস্টে লেখা ছিল— “মেধাবীদের জন্য শুভ কামনা রইলো ২১, ১৭, ০৮।” মুহূর্তের মধ্যেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক প্রশ্ন ওঠে এবং সমালোচনার ঝড় বয়ে যায়।
ঘটনার পর মঙ্গলবার দিনভর ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনার ঝড় ওঠে। নানা মহল থেকে নিন্দা ও প্রতিবাদের পরদিনই ওসি মোজাফফরকে সরিয়ে দেওয়া হলো।