এস এম অলিউল্লাহ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ বলেছেন, “দেশের ১৮ কোটি মানুষ বিশ্বাস করে না যে ড. ইউনূসের নেতৃত্বে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। জনগণ আজ একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেখতে চায়। আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীর নেতৃত্বে একটি জাতীয় সরকারের দাবি জানাই, যে সরকার সব গণতান্ত্রিক দলের অংশগ্রহণে স্বচ্ছ নির্বাচন আয়োজন করবে।”
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহমেদপুরে এক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহাসচিব আরও বলেন, “আদম (আ.)-এর যুগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোথাও এমন নৃশংস ঘটনা ঘটেনি—কবর থেকে লাশ তুলে আগুনে পোড়ানো হয়েছে। বর্তমান সরকারের আমলে এটাই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য, ঘৃণিত ও কলঙ্কজনক কাজ।”
তিনি অভিযোগ করে বলেন, “জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালানো হলেও সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। এতে প্রমাণিত হচ্ছে, দেশের আইনশৃঙ্খলা ভয়াবহভাবে অবনতির দিকে যাচ্ছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। দেশে আইনের শাসন নেই, বরং অরাজকতা ও সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হচ্ছে।”
তিনি স্পষ্ট জানিয়ে দেন, “ড. ইউনূসের পদত্যাগ না হলে এবং তাঁর নেতৃত্বে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে জাতীয় পার্টি সেই নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করবে না।”
অনুষ্ঠানে জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মহাসচিবের বক্তব্য চলাকালে তাদের স্লোগানে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।