মেহেরাব হোসেন রিফাত, বিএম কলেজ প্রতিনিধি (বরিশাল) : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বাকসু নির্বাচন আয়োজন, জুলাই চত্বর নির্মাণ, শতভাগ আবাসনসহ ১৩ দফা দাবিতে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিএম কলেজ শাখা। এ উপলক্ষে রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিএম কলেজে শাখা ছাত্রশিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক কাজী আশরাফুল ইসলাম হাসিবের সঞ্চালনায় স্মারকলিপি প্রদান শেষে ১৩ দফা দাবি পাঠ করেন ছাত্র শিবিরের বিএম কলেজ শাখার সভাপতি মোঃ শাহেদ খান।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কাজ করে আসছে। জুলুম-নিপীড়ন, গুম-খুন, হত্যা ও মিডিয়া সন্ত্রাসের মধ্যেও শিবির শিক্ষার্থীদের আস্থার জায়গা হয়ে উঠেছে। জুলাইয়ের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে আমরা ৩০ হাজার শিক্ষার্থীর প্রত্যাশিত একটি আধুনিক ক্যাম্পাস গড়ে তুলতে চাই। পরে তিনি সাংবাদিকদের সামনে ১৩ দফা দাবি তুলে ধরেন।
১৩ দফা দাবির মধ্যে রয়েছে—
১. ক্যাম্পাসে বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো অপসারণ ও জুলাই চত্বর নির্মাণ।
২. অতি দ্রুত ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী সংসদ (বাকসু) নির্বাচন এবং বাকসু ভবন সংস্কার।
৩. শিক্ষার্থীদের ওপর চাপানো অযাচিত ফি মওকুফ।
৪. নতুন বিভাগ খোলা ও পরিসংখ্যান বিভাগকে মাস্টার্স পর্যায়ে উন্নীতকরণ।
৫. নারী শিক্ষার্থীদের জন্য নতুন আবাসিক হল ও কমনরুম-সুবিধা বৃদ্ধি।
৬. কবি জীবনানন্দ দাস হল সংস্কার ও নতুন আবাসিক ভবন নির্মাণ।
৭. কেন্দ্রীয় মসজিদ ও হল মসজিদ আধুনিকায়ন, ইসলামিক কালচারাল ও রিসার্স সেন্টার প্রতিষ্ঠা।
৮. অবকাঠামোগত সংকট সমাধান, বিজ্ঞান ল্যাব ও আধুনিক আইটি সেন্টার প্রতিষ্ঠা।
৯. ক্যাম্পাসে জলাবদ্ধতা নিরসন ও নান্দনিকতা বৃদ্ধি।
১০. শতভাগ আবাসন সুবিধা ও গেস্ট হাউজ নির্মাণ।
১১. অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ীকরণ ও সুবিধা নিশ্চিত।
১২. শিক্ষার্থীদের জন্য আলাদা বাস, আধুনিক টিএসসি, লাইব্রেরি, চিকিৎসাকেন্দ্র ও সুপেয় পানির ব্যবস্থা।
১৩. নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে বহিরাগত নিয়ন্ত্রণ ও সিসিটিভি ক্যামেরা স্থাপন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএম কলেজ শাখা ছাত্র শিবিরের অফিস সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও ক্রীড়া সম্পাদক। সংবাদ সম্মেলন শেষে তারা ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন।