২১ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্স

বিনোদন

ভোরের দূত ডেস্ক: ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। ২১ বছর পূর্তি উদযাপন করছে প্রতিষ্ঠানটি৷ নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে দেশের সিনেমাপ্রেমী দর্শকদের কাছে এখন নির্ভরতার নাম স্টার সিনেপ্লেক্স।

স্টার সিনেপ্লেক্সের ২১ বছর পূর্তি উপলক্ষে গতকাল সন্ধ্যা সাতটায় এক বিশেষ আয়োজন করছে মাল্টিপ্লেক্সটি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়া ও টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী। আয়োজন সম্পর্কে প্রতিষ্ঠানটির মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, এই দীর্ঘ পথচলায় শুরু থেকে বিনোদন সাংবাদিকরা বিশেষ অবদান রেখে চলেছে। তাই আজ তাদের জন্য বসুন্ধরা সিটি শাখায় একটি স্পেশাল মুভি শো আয়োজন করা হয়েছে। এ ছাড়া দর্শকদের জন্য বিশেষ উপহারও থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *