ফিলিস্তিন গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে অনুষ্ঠিত হলো ডাকসুর ‘রক্তাম্বর’ শীর্ষক কবিতা পাঠের আসর

জাতীয়

ভোরের দূত ডেস্ক: ফিলিস্তিনে চলমান ইসরাইলি গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে, স্বাধীন ফিলিস্তিনের দাবিতে এবং ফিলিস্তিনিদের ঐতিহাসিক প্রতিরোধ, ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ এর দুই বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজন করেছে ‘রক্তাম্বর’ শীর্ষক কবিতা পাঠের আসর। অনুষ্ঠানটি ৭ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ‘ওসমান জামাল অডিটোরিয়াম’ এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসু’র সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম এবং ফাহমিদুল হাসান ও সানজিদা আক্তার শ্রেয়সীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। উক্ত অনুষ্ঠানে, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফিলিস্তিন মিশনের উপপ্রধান জিয়াদ হামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, শহীদ আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাগিব আনজুম ও ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক ওয়ালিজা বিনতে শামস।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন সেঁজুতি জাহান জিনাত, ইমরান মাহফুজ, কবি বোরহান মাহমুদ, শাকিল মাহমুদ, আবিদ আজম, মইন মুনতাসীর, ফাতিমা তাসনিম জুমা, আনাস ইবনে মুনির, মৃন্ময় মিজান, আদন আওয়ান, সানজিদা আনোয়ার, তাবাসসুম তাসনিম সঞ্চারী, আফিয়া ইসলাম অর্ণি, মারুফ হাসান, ইকরামুল হাসান নাবিল, মোল্লা আবিদ হোসেন, সামিহা ইসলামসহ আরও অনেক দেশবরেণ্য কবি ও আবৃত্তিশিল্পীগণ।

তাদের আবৃত্তিতে উঠে আসে ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতি সংহতি, ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেখার আকুতি। বক্তা ও শিল্পীরা ফিলিস্তিনে চলমান ইসরাইলী গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *