বেনা‌পোল স্থলবন্দর: যাত্রী কমেছে ৮০ শতাংশ

সারাদেশ

ভোরের দূত ডেস্ক: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের সংখ্যা ৮০ শতাংশ কমেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভিসা জটিলতা ও নতুন নিয়মের কারণেই এই পতন।

ভারতের নতুন নিয়ম অনুযায়ী, ১ অক্টোবর থেকে অনলাইনে আগমন ফরম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়মকে ভোগান্তি ও হয়রানি হিসেবে দেখছেন যাত্রীরা। তাদের অভিযোগ, ভ্রমণের ৭২ ঘণ্টা আগে ‘ইন্ডিয়ান ভিসা অনলাইন এরাইভেল’ ওয়েবসাইটে গিয়ে তথ্য পূরণ করতে হচ্ছে। তবে সার্ভার সচল না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এর আগে যাত্রীদের ইমিগ্রেশনে হাতে লিখে ফরম পূরণ করতে হতো।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত সরকার ট্যুরিস্ট, বিজনেস ও স্টুডেন্ট ভিসা বন্ধ করে দেয়। বর্তমানে মেডিকেল ভিসা চালু থাকলেও নানা শর্ত যুক্ত হওয়ায় ভিসা পাওয়া কঠিন হয়েছে। এছাড়াও ভিসা ফি ও ভ্রমণ ফি প্রায় দ্বিগুণ হয়েছে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, নতুন ফরম পূরণে খরচ ও সার্ভার সমস্যার কারণে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। আরেক যাত্রী অভিযোগ করেন, একের পর এক শর্তের কারণে ভ্রমণ ও ভিসা প্রাপ্তি কঠিন হয়ে পড়ছে।

বেনাপোল বন্দরের ডিরেক্টর শামীম হোসেন জানান, ভিসা কমে যাওয়ায় পাসপোর্টধারী চলাচল কমে এসেছে। শুক্রবার থেকে রবিবার—এই তিন দিনে মাত্র ৩ হাজার ৭৮১ জন পাসপোর্টযাত্রী যাতায়াত করেছেন। একের পর এক শর্তে যাত্রী চলাচল কমে এখন ২০ শতাংশে নেমে এসেছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন যেখানে ৮-১০ হাজার যাত্রী যাতায়াত করতেন, এখন তা এক হাজারের নিচে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *