ভোরের দূত ডেস্ক: পুলিশ সুপার নাটোর কর্তৃক গতরাতে নাটোর সদর থানাধীন লেঙ্গুড়িয়া গ্রামস্থ জনৈক নুসরাত জাহান ইমুকে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
অদ্য ০৬ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ সন্ধ্যারাতে নাটোর সদর থানাধীন লেঙ্গুড়িয়া গ্রামস্থ জনৈক নুসরাত জাহান ইমুকে কতিপয় হামলাকারীরা তার বসত বাড়িতে ঢুকে ধারালো চাকু দিয়ে তার হাতের দুই পাশে এবং পেটে কয়েকটি হালকা জখম করে। উল্লেখ্য যে হামলাকারীরা তার বাসা থেকে কোন কিছু চুরি/ডাকাতি করেনি, বা তার বাসা থেকে কোন কিছু মিসিং হয়নি। হামলার ঘটনায় তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার নাটোর।
পুলিশ সুপার ঘটনাস্হলে উপস্থিত স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। তিনি সংগঠিত স্থানের বাড়ি এবং আশেপাশে ঘুরে দেখেন। পুলিশ সুপার সম্ভাব্য সব বিষয়কে প্রাধান্য দিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। পুলিশ সুপার এলাকায় পুলিশ টহল বৃদ্ধির বিষয়েও গুরুত্ব আরোপ করেন।
এ সময় অফিসার ইনচার্জ নাটোর থানা জনাব মোঃ মাহাবুর রহমানসহ অন্যান অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।