মোঃতারিকুল ইসলাম, ফরিদপুর (আলফাডাঙ্গা): তর্কে যুক্তি, যুক্তিতে জয়— এমনই প্রাণবন্ত পরিবেশে শেষ হলো ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পর্যায়ের আন্ত শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা। ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কাঞ্চন একাডেমি।
চূড়ান্ত পর্বে কাঞ্চন একাডেমি মোকাবিলা করে শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়কে। বিতর্কের বিষয় ছিল— “মোবাইলের অবাধ ব্যবহার শিক্ষার্থীদের কেবলই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।” যুক্তি, তথ্য ও প্রাঞ্জল উপস্থাপনায় কাঞ্চন একাডেমির দল বিচারকদের মন জয় করে নেয়।
চ্যাম্পিয়ন দলের নেতৃত্ব দেন নবম শ্রেণির শিক্ষার্থী সাবরিনা আলম। তিনি কামারগ্রামের শাহাবুল আলমের বড় মেয়ে এবং গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইনামুল হাসানের ভাইয়ের মেয়ে।
আজ রবিবার (৫ অক্টোবর) আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল চ্যাম্পিয়ন দলের দলনেতা সাবরিনার হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।
পুরস্কার হাতে নিয়ে সাবরিনা আলম বলেন, “এই সাফল্য আমার জীবনের বড় প্রেরণা। ভবিষ্যতে আমি বিসিএস (সিভিল) প্রশাসন ক্যাডারে যোগ দিতে চাই।”
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, “আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। বিতর্কের মাধ্যমে তারা যুক্তি ও সত্যের পক্ষে কথা বলার সাহস অর্জন করছে—এটাই সবচেয়ে বড় অর্জন।”