মোঃ হাবিবুর রহমান, বরগুনা: আমতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চলাভাঙ্গা গ্রামের অসহায় নারী রাবেয়া বেগম দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যে জীবনযাপন করছিলেন। এমনকি অনেক সময় ঘরে একবেলা খাবারও জুটত না। খবরটি জানতে পারে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন
মানবিক এই সংবাদ শুনে সংগঠনের তরুণ সদস্যরা দ্রুত সিদ্ধান্ত নেন— তাঁরা রাবেয়া বেগমের পাশে দাঁড়াবেন। সংগঠনের সদস্যরা বাজার থেকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনে তাঁর বাড়িতে পৌঁছে দেন। এই সময় রাবেয়া বেগমের চোখে আনন্দ ও কৃতজ্ঞতার অশ্রু ঝরে পড়ে।
এই উদ্যোগের সম্পূর্ণ ব্যয় বহন করেন সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য মোঃ ইব্রাহিম হাওলাদার। তাঁর এমন উদারতা ও সহানুভূতি সংগঠনের অন্য সদস্যদেরও অনুপ্রাণিত করেছে।
উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ কোষাধ্যক্ষ আলামিন সদস্য জাকারিয়া আশিক রাশেদুল ও সাইদুল। সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ বলেন, “আমরা মানুষের সেবা করার জন্যই কাজ করছি। নিজেদের পকেট খরচের টাকা বাঁচিয়ে আমরা অসহায়দের পাশে দাঁড়াচ্ছি। আমাদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে আমরা মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই।”
স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের এমন মহৎ উদ্যোগ সমাজে মানবতার আলো ছড়িয়ে দিচ্ছে — যা নিঃসন্দেহে অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।