আজ জিতলেই ইতিহাস! আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের

খেলাধুলা

ভোরের দূত ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে বিদেশের মাটিতে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতের শারজায় গতকাল সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে জয় পাওয়ায় টাইগারদের সামনে আজই ইতিহাস গড়ার হাতছানি। আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় ম্যাচে জিতলেই বিদেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয় নিশ্চিত করবে বাংলাদেশ।

এর আগে ২০১৮ সালে ভারতের দেরাদুনে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ০-৩ ব্যবধানে হোয়াইওয়াশ হয়েছিল। এরপর দেশের মাটিতে খেলা দুই সিরিজের একটি ১-১ সমতায় শেষ হলেও অপরটিতে ২-০ ব্যবধানে জয় পায় টাইগাররা।

প্রথম ম্যাচে ৪ উইকেটে জয় এলেও বাংলাদেশের জন্য দুশ্চিন্তা হয়ে আছে মাত্র ৯ রানের মধ্যে ৬ উইকেট হারানো। এই মিডল অর্ডার সমস্যা কাটিয়ে ওঠাই হবে আজকের ম্যাচের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ধারণা করা হচ্ছে, এই সমস্যা সমাধানের জন্য একাদশে পরিবর্তন আসতে পারে। শামীম হোসেন পাটোয়ারিকে বাদ দিয়ে দলে ফেরানো হতে পারে তাওহিদ হৃদয়কে।

ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ১০৯ রানের জুটি দারুণ পারফরম্যান্স দেখিয়েছে, তাই তাদের জায়গা পাকা। তিনে নেমে শূন্য রানে আউট হলেও সাইফ হাসান টিকে যেতে পারেন। অধিনায়ক জাকের আলি এবং গতকাল দারুণ ফিনিশিং করা নুরুল হাসান সোহানের জায়গাও নিশ্চিত। স্পিনার হিসেবে নাসুম আহমেদ ও রিশাদ হোসেনেরও পরিবর্তন হওয়ার কথা নয়।

টানা দুই দিন ম্যাচ থাকায় এবং এশিয়া কাপে খেলার ক্লান্তি বিবেচনা করে পেস বিভাগে পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হতে পারে। তাসকিনের পরিবর্তে দলে ফিরতে পারেন আরেক পেসার শরিফুল ইসলাম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি (অধিনায়ক), নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *