ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব।
কোতয়ালী থানাধীন পৌর প্রতিমা বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল, পিপিএম এবং সিভিল সার্জন মো. মাহমুদুল হাসান।
এসময় পুলিশ সুপার পূজামণ্ডপের সভাপতি-সচিব ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, “আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা সজাগ ছিলেন। প্রতিটি মণ্ডপে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও দায়িত্ব পালন করেছেন। সমগ্র জেলায় পুলিশের টিম টহল দিয়েছে।”
তিনি আরও জানান, প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক দল ও সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। পুলিশের কঠোর তদারকির কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এসপি আব্দুল জলিল বলেন, “শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে জেলা পুলিশের প্রতিটি সদস্য অক্লান্ত পরিশ্রম করেছে। এটি আমাদের যৌথ সাফল্য।” তিনি ফরিদপুরবাসীকে পুলিশের কাজে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতারা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।