শিশু তাইয়েবা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সারাদেশ

ভোরের দূত প্রতিবেদক: সখিপুরে ছয় বছরের শিশু তায়েবাকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখার ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ অক্টোবর) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয় ভুক্তভোগী পরিবারসহ ঢাকাস্থ শরীয়তপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শিশু তায়েবা হক হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঢাকাস্থ সখিপুরে শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন। এসময় তারা বলেন, “ঘটনার এক সপ্তাহ পার হলেও ঘটস্থল নির্ধারণ, আলামত সংগ্রহ সহ তদন্তে গড়িমশি করছে প্রশাসন।”

মূল আসামিকে পুলিশ সুপার আড়াল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন এলাকাবাসি। ঘটনার এক সপ্তাহ পার হলেও এখনো ময়না তদন্তের  রিপোর্ট দেয়া হয়নি।

পুলিশ যে প্রেস ব্রিফিং করেছে তাতেও অসন্তোষ প্রকাশ করেন তায়েবার স্বজনরা। তারা বলেন, “অভিযুক্ত আয়েশা খাতুনের নামে নেয়নি পুলিশ। তাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে।”

দ্রুত এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে পদ্মা সেতু ব্লকেড কর্মসূচির পালন করা হবে বলেও জানান সখিপুরের সাধারন মানুষ।

শরীয়তপুরের সখিপুরের ছৈয়ালকান্দি গ্রামের টিটু সরদারের কন্যা তায়েবা নিখোঁজের দুই দিন পর গত শুক্রবার দুপুরে বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *