যশোরের অভয়নগরে পানের বাম্পার ফলন, দাম কমে দুশ্চিন্তায় চাষিরা

জীবন ও জীবীকা কৃষি ও প্রকৃতি

মতিন গাজী, অভয়নগর (যশোর): যশোরের অভয়নগরে এ বছর পানের বাম্পার ফলন হলেও আশানুরূপ দাম না পাওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পান চাষিরা। উপজেলার বিভিন্ন গ্রামে পানের বরজ বেড়েই চলেছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার পান রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে।

চাষিরা জানাচ্ছেন, অভয়নগরের পান সুস্বাদু হওয়ায় এর আলাদা খ্যাতি রয়েছে। তবে চলতি মৌসুমে পানের ভালো ফলনের পাশাপাশি সুপারির দাম বেড়ে যাওয়ায় বাজারে পান তেমন দাম পাচ্ছে না। দীর্ঘদিন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে রপ্তানি বন্ধ থাকার পর ফের চালু হলেও হারানো বাজার পুরোপুরি ফিরে আসেনি। ফলে দাম কমে গেছে।
পানচাষের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত রয়েছে প্রায় লক্ষাধিক মানুষ। লাভজনক হওয়ায় প্রতিবছর আবাদ বাড়ছে। পতিত জমি ও ফসলি জমিতেও চাষ হচ্ছে পান। কিন্তু বর্তমানে এ খাতের উন্নয়নে কোনো সরকারি প্রকল্প না থাকায় চাষিদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ লাভলী খাতুন জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৫০৫ হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। পান লাভজনক ফসল হলেও এখনো পানচাষ বিষয়ক কোনো প্রকল্প বাস্তবায়ন হয়নি। তবে ভবিষ্যতে প্রকল্প অন্তর্ভুক্ত হলে চাষিরা আরও বেশি লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *