মো. শফিকুল ইসলাম ( মুন্সিগঞ্জ): মুন্সিগঞ্জের মেঘনা নদীতে আজ (২৯/৯/২০২৫) সোমবার সকালে বালুবাহী বাল্কহেটের ধাক্কায় ছয় জেলেসহ ট্রলার ডুবে গেছে। পাশের নৌ যানের সহযোগিতার পাঁচ জেলে তীরে উঠতে পারলেও মোঃ শরীফ (৩২) নিখোঁজ রয়েছেন। ৯৯৯ থেকে কল পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবরি দল অভিযান শুরু করেছে। ঘটনাস্থল সোনারগাঁও উপজেলার চরহোগলা বালুরঘাটের কাছে মেঘনা নদীতে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ সফিকুল ইসলাম জানান, পানির গভীরতা বেশি এবং স্রোত রয়েছে। ডুররি দল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাল্কহেডটি সনাক্ত করার চেষ্টা চলছে।
নিখোঁজ শরীফ শহরের দক্ষিণ ইসলামপুরের মোহাম্মদ হোসেনর পুত্র।