নির্বাচনে সব ধর্মের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করবে এনসিপি: নাহিদ ইসলাম

জাতীয়

ভোরের দূত ডেস্ক: আগামী জাতীয় নির্বাচনে সব ধর্মের মানুষের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)— এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রবিবার সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্দির পরিদর্শন ছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেউ যেন অনিরাপদ না হয়। দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে অনিরাপদ বোধ না করে, তা সরকারকেই নিশ্চিত করতে হবে।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের অনেক দাবি রয়েছে। অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, তাদের দাবি-দাওয়া পূরণে সহায়তা করবেন। তাদের সঠিক মর্যাদা নিশ্চিত করবেন। রাষ্ট্রকে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখতে হবে।’

নাহিদ আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে সব সম্প্রদায়ের প্রার্থীর অংশগ্রহণ নিশ্চিতে কাজ করবে এনসিপি। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে পূজা উৎসব উদযাপন করতে পারে, সেজন্য সরকারকে অনুরোধ জানাই। প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে এনসিপির নেতাকর্মীরা কাজ করছে।’

এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *