ভোরের দূত ডেস্ক: গ্যাভেল গেজেটের সম্পাদক পদে মোঃ ইব্রাহীম খলিলুল্লাহকে নিযুক্ত করার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। প্ল্যাটফর্মের সম্পাদকীয় নীতি ও কৌশলগত কার্যক্রম নির্ধারণের দায়িত্ব তিনি গ্রহণ করবেন এবং আইনি বিশ্লেষণ, মতামত ও প্রাসঙ্গিক কনটেন্ট প্রকাশে নেতৃত্ব দেবেন।
সংগঠনের সংবিধান মোতাবেক কার্যক্রমের গতি বাড়ানোর লক্ষ্যে, সম্পাদকীয় কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে মোঃ ইব্রাহীম খলিলুল্লাহকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন সম্পাদক তার দক্ষ নেতৃত্বে গ্যাভেল গেজেটকে আরও গতিশীল ও প্রভাবশালী করে তোলার প্রত্যাশা ব্যাক্ত করেছেন।
সম্পাদকীয় কমিটি বলেছে, “মোঃ ইব্রাহীম খলিলুল্লাহর যোগদানে গ্যাভেল গেজেটের আইনি জ্ঞানের প্রসারণ এবং সুনামের আরও উন্নতি হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সম্পাদকীয় কমিটির পক্ষ থেকে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।