খুলনায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা পরিদর্শনে নৌবাহিনীর কমান্ডার

জাতীয় ধর্ম সারাদেশ

ভোরের দূত ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করছে। এর অংশ হিসেবে খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এ কে এম জাকির হোসেন রবিবার খুলনার আর্য ধর্মসভা কালী মন্দির ও শিববাড়ি কালী মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি প্রধান পুরোহিত, পূজা উদযাপন কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একইসাথে তিনি মাঠপর্যায়ের প্রস্তুতি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।

কমান্ডার খুলনা নৌ অঞ্চল আশ্বাস দেন, শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অপতৎপরতা প্রতিহত করতে নৌবাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *