ভোরের দূত ডেস্ক: পুলিশ সুপারের কার্যালয়, বরগুনা সম্মেলন কক্ষে জনাব মোহাম্মদ আল মামুন শিকদার , পুলিশ সুপার বরগুনা মহোদয়ের সভাপতিত্বে বিসিএস পুলিশ ক্যাডারের ৪১ও ৪৩ তম ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)দের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথি দেরকে বরগুনা জেলা পুলিশের পক্ষ হতে ফুল দিয়ে স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ পিপিএম ।
আগত বিসিএস পুলিশ ক্যাডারের ৪১ও ৪৩ তম ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)দের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আল মামুন শিকদার মহোদয়।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে জেলা পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড সম্বন্ধে সম্যক ধারণা দেন অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম, মহোদয় এবং পুলিশের সেবা বিষয়ক আগত অতিথিবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল), বরগুনা জনাব মোঃ শাহেদ আহমেদ চৌধুরী সহ বরগুনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।