ইলিয়াছ সুমন, সন্দ্বীপ: সন্দ্বীপ পূজা উদযাপন পরিষদ ভবনে পূজা উদযাপন পরিষদ কমিটি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দের মধ্যে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এনাম নাহার মোড়ে সন্দ্বীপ উপজেলা পূজা উদযাপন পরিষদের ভবনে শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দপ্তরে দায়িত্বপ্রাপ্ত তারিকুল আলম তেনজিং। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, আজমত আলি বাহাদুর, আশরাফ উদ্দিন জনি, আব্দুল ওহাব কবির, গাজী হানিফ ও মাষ্টার কাজি মো. এমদাদুর রহমান আলমগীর।
এছাড়াও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন সাবেক ছাত্রনেতা জামসেদুর রহমান জামসেদ, ফোরকান উদ্দিন রিজভী, জাহেদ কামাল, উপজেলা বিএনপির সদস্য ও রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান মামুন, সহ-সভাপতি জয়নাল আবেদীন বাকের, হারামিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিব আবুল বশর, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন কমিশনারসহ উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে একসাথে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার মাধ্যমে দেশের বহুজাতিক সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখতে হবে। পূজা উদযাপন পরিষদের সাথে সুসম্পর্ক বজায় রেখে ভবিষ্যতেও এই ধরণের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।