গাজীপুরে রিসোর্টে নাটকের অভিনেত্রীকে গণধর্ষণ: পরিচালকের বিরুদ্ধে মামলা

সারাদেশ

ভোরের দূত ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে নাটকে কাজের কথা বলে এক নারীকে রিসোর্টে ডেকে এনে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা রুজু হয়েছে। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে শ্রীপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন: নাটকের পরিচালক মোঃ নাছির (৩৫) এবং তার সহযোগী মোঃ বাবর (৩২), এবং অজ্ঞাতনামা আরও এক ব্যক্তি।

থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী নারী একজন আর্টিস্ট ও মডেল।

গত ২১ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে শ্যুটিংয়ের কথা বলে ওই নারীকে ঢাকার মিরপুর থেকে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের রাস রিসোর্টের একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয়।

এসময় নাছির, বাবর এবং অজ্ঞাতনামা এক ব্যক্তি মিলে ওই নারীকে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে।

অভিযুক্তরা ওই নারীর ব্যবহৃত ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি আইফোন রেখে দেয়। পরদিন ২২ সেপ্টেম্বর বিকালে মারধর করে তাকে রিসোর্ট থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজু হয়েছে। তিনি নিশ্চিত করেন, আসামী গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে এবং ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *