ভারতের ‘তেজ’ নিস্তেজ করে দাও: ফাইনাল নিয়ে পাকিস্তানকে শোয়েব আখতারের বার্তা

খেলাধুলা

ভোরের দূত ডেস্ক: চলমান এশিয়া কাপে ভারতের অপ্রতিরোধ্য ফর্ম সত্ত্বেও, ফাইনালের আগে পাকিস্তানকে মানসিকভাবে শক্ত থাকার এবং ভারতের জয়ের ধারা ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক গতিময় বোলার শোয়েব আখতার।

আগামী রোববার ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। এই ম্যাচে ভারতকে নিশ্চিত ফেবারিট মানা হলেও, শোয়েব মনে করেন পাকিস্তানের জেতার পূর্ণ সুযোগ আছে।

‘গেম অন হ্যায়’ নামক একটি শো-তে শোয়েব পাকিস্তানের ক্রিকেটারদের উদ্দেশে বলেন, ম্যাচের আগেই যেন ভারতকে বড় করে না দেখা হয়। তিনি তাদের ‘তেজ নিস্তেজ’ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন:

“এই মানসিকতা থেকে বেরিয়ে আসো, তাদের তেজ একপাশে রাখো। তাদের তেজ নিস্তেজ করে দাও, ভেঙে দাও। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তোমাদের যে মানসিকতা ছিল সেটা নিয়েই খেলবে। তোমাদের ২০ ওভার বল করার দরকার নেই; তোমাকে কেবল উইকেট পেতে হবে।”

শোয়েব আখতারের মতে, ভারতের বিপক্ষে জিততে হলে অভিষেক শর্মাকে যত দ্রুত সম্ভব ফেরাতে হবে। তিনি বিশ্বাস করেন, অভিষেককে আউট করতে পারলে পাকিস্তানের জয় নিশ্চিত:

“আমার কথা মনে রেখো, অভিষেক শর্মা যদি প্রথম দুই ওভারেই আউট হয়, তাহলে তারা সমস্যায় পড়বে। তারা যেভাবে শুরু করছে, অভিষেক যদি তাড়াতাড়ি আউট হয় তাহলে তাদের লড়াই করতে হবে। তোমাকে শুধু তাকে আউট করার ফন্দি আটতে হবে। যদি তুমি লড়াই করে মাঠে নামো, তাহলে ভারত বুঝতে পারবে যে আমাদের রানের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।”

শোয়েব স্মরণ করিয়ে দেন যে পাকিস্তান অতীতে অনেক সময়ই খারাপ ক্রিকেট খেলার পরও ফাইনালে সেরাটা দিয়ে জেতে:

“পাকিস্তান সবচেয়ে খারাপ ক্রিকেট খেলবে, তারা সবচেয়ে খারাপ দল বেছে নেবে, কিন্তু ফাইনালে পৌঁছানোর সাথে সাথেই তারা সেরা ক্রিকেট খেলে, এবং তারা ফাইনাল জেতে। আমাদের সঙ্গে এমন বহুবার হয়েছে।”

অন্যদিকে, তিনি ভারতের কোচ গৌতম গম্ভীরকেও চেনেন এবং জানেন যে গম্ভীর তাঁর দলকে বলবেন পাকিস্তানের বিরুদ্ধে তাদের সেরা খেলাটা বের করে আনতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *