ভোরের দূত ডেস্ক: বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, বিগত স্বৈরশাসক দেশটাকে লুটপাট করে ধ্বংস করে গেছে। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে দেশে কোনো গণতন্ত্র ছিল না।
আজ শার্শার গোগা ইউনিয়নের ভুলোট গ্রামে জনসংযোগকালে তিনি এই মন্তব্য করেন এবং দেশকে রক্ষার জন্য যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান।
মফিকুল হাসান তৃপ্তি দৃঢ়তার সঙ্গে বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য বিএনপির কোনো বিকল্প নেই। তিনি জনগণের কাছে আগামী নির্বাচনে সারা দেশে বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান।
জনসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বিশ্বাস, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের সদস্য ইমদাদুল হক এমদা এবং অন্যান্য স্থানীয় নেতা-কর্মীরা।