ভোরের দূত ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে পানিতে ডুবে ভাই ও বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো: তিশা (৯) জামাল মিয়ার মেয়ে, আরিয়ান (৬): জামাল মিয়ার ছেলে।
তারা দুজনই বগডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
জানা গেছে, বিকেলে পরিবারের অজান্তে শিশু দুটি বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে ডুবে যায়। পরে পাশের বাড়ির লোকজন একটি মরদেহ পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরিবারের সদস্যরা দ্রুত শিশু দুটিকে পানি থেকে তুলে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে এটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন।