ভোরের দূত ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল এলাকা থেকে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর মিল্লাত আলী (৫৫) নামের এক বৃদ্ধের কঙ্কাল তার নিজ জমি থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয়দের সহায়তায় পুলিশ মৃত ব্যক্তির কঙ্কাল ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পরিদর্শক মোঃ তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২১ সেপ্টেম্বর সকালে দাঁতমন্ডল এলাকার মিল্লাত আলী নিখোঁজ হন। তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ কারণে তার ছেলে ২৩ সেপ্টেম্বর নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তিনি আরও জানান, শুক্রবার সকালে মিল্লাত আলীর ছেলে তাদের জমিতে কাজ করার সময় জমির মাঝে তার পিতার কঙ্কাল দেখতে পান। এরপর স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিল্লাত আলী জমিতে কাজ করার সময় হিট স্ট্রোকের কারণে মারা গিয়েছেন। তবে মৃতদেহ শিয়াল বা কুকুরের দ্বারা কিছু অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ প্রাথমিক তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্য ময়নাতদন্ত চালাচ্ছে।