নাইম উদ্দীন, নওগাঁ: সারা দেশের ন্যায় নওগাঁ পোরশা উপজেলায় প্রাণিসম্পদ মন্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে ।
বৃহস্পতিবার সকালে উপজেলা নিতপুর কুসুম কলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উক্ত দপ্তরের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ, ভুক্তভোগী ও সাংবাদিকবৃন্দ ।
নিতপুর কুসুম কলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শাহাজান আলী বলেন, বিনামূল্যে পিপিআর টিকা দেয়া হবে শুনে আমার ছাগলগুলো নিয়ে এলাম । সরকারের এমন কার্যক্রমে আমি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালকে ধন্যবাদ জানাই ।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম জানান, পিপিআর একটি ভাইরাস জনিত রোগ। ছাগল ও ভেড়া এ রোগে আক্রান্ত হলে খুব ঝুঁকির মধ্যে পড়ে যায় । তাই ১৮ সেপ্টেম্বর ২০২৫ চলমান প্রতিটি ইউনিয়নে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে । এতে করে খামারিগণ কিছুটা হলেও উপকৃত হবেন ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, সারা দেশেই বিনামূল্যে পিপিআর টিকা দান কর্মসূচি শুরু হয়েছে । পোরশায় এর ব্যতীক্রম নয় । সবার স্বতস্ফুর্ত অংশগ্রহণে এ কার্যক্রম চলমান থাকবে ইউনিয়ন। এ জন্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরকে আমি ধন্যবাদ জানাই ।