মোঃ আমির হোসেন, শরীয়তপুর: প্রাকৃতিক সৌন্দর্য্যের অপরুপ লীলাভূমি, চারদিকে জলরাশি আর পদ্মার সোনালী স্রোত, আঁকা-বাঁকা ঢেউ ঘেঁষে,মাঝখানে সৃষ্টি হয় বিশাল এক দ্বীপের নাম চিডারচর হলে ও ভ্রমন পিপাসুদের কাছে সীটল্যান্ড দ্বীপ হিসেবে পরিচিত। এটা মুলত কয়েকটি জেলা ও উপজেলার মৌজার সমন্বয়ে জেগে ওঠা চর। যেমন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়ন,নড়িয়া উপজেলার নওপাড়াও চরআএা ইউনিয়ন, সখিপুর থাকার কাচিকাটা ইউনিয়ন এবং মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার অংশবিশেষ, টংগীবাড়ী উপজেলার হাসাইল বানাড়ী ইউপি অংশবিশেষ প্রায় ৩০-৪০ হাজার জনসমষ্টির বসবাস।
পদ্মা নদীর বয়ে যাওয়া স্রোতের বিপরীতে পাল তোলা জেলেদের নৌকার মাছ ধরার দৃশ্যের অপরূপ সৌন্দর্য্যে উপভোগ করতে পারবেন। আবার নদীর কূলে কাশফুলের মনোরম পরিবেশে আপনার মনকে অবশ্যই আনন্দিত করবে আর জীবনানন্দের লেখা সেই কবিতার মতো “আবার আসিব ফিরে এই ধানশিরি নদীর তীরে এই বাংলায় “—
বিকেলে সূর্য অস্ত যাওয়ার সময় পদ্মা নদীর আববাহিকা আর জেলেদের তাজা মাছ ডাঙ্গায় আনার উপযুক্ত সময়। এই সময়টা ভ্রমন পিপাসুদের কাছে বেশি প্রিয় কেননা কৃষক তার জমি চাষ করে বাড়ি ফেরা, গরুর পাল নিয়ে রাখালের ঘরে ফেরার মনোরম পরিবেশে আপনার কাছে অন্যরকম অনুভব হবে। রাতের আকাশে মিটিমিটি তারার মতো আপনার মনকে এক শান্তি অনুভূতির প্রকাশ পাবে।।
ঢাকা থেকে যারা আসতে চান তারা অবশ্যই মাওয়া লৌহজং,হাসাইল বাজার ঘাট অথবা বালিগাও দিয়ে রিজার্ভ ট্রলার নিয়ে আসতে পারবেন।রিজার্ভ ট্রলার ১-২ ঘন্টার জন্য ভাড়া নিবে ১০০০ থেকে ১৫০০ টাকা। আর যারা পদ্মা সেতুর দক্ষিন দিক দিয়ে যাবেন তারা জাজিরার শফি কাজীর মোড়, খলিফা কান্দি ঘাট, ইন্জিনিয়ার ঘাট এবং নড়িয়া বাজার ঘাট,সুরেস্বর বা পদ্মা সেতুর নিকটবর্তী নাউডোবা, ছাওার মাদবর ঘাট থেকে ও ট্রলার যোগে আসতে পারবেন।
ট্রলার আপনার পদ্মা সেতুর আশে পাশে নদী বেষ্টিত এলাকার গ্রামীন জনগোষ্ঠীর কাজকর্ম দেখতে পারবেন।
মজার বিষয় হলো সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎতের সুবিধা ও পেয়েছে অবহেলিত চরাঞ্চলবাসী।রাতে থাকার জন্য নড়িয়া উপজেলার নওপাড়ায় একটি সরকারি ডাকবাংলো আছে।ভাড়া একেবেরে সাধ্যের মধ্যে আবার খাবার জন্য নওপাড়া বাজারে হোটেল পাবেন। দুঃখের সংবাদ হলো এই চরের সৌন্দর্য আজ বিলুপ্তির পথে পশ্চিম অংশের ভূমিটুকু কারণ হিসেবে ড্রেজার দিয়ে রাতের আধারে মাটি কেটে বিক্রি করে নদী ভাঙণ দেখা গেছে। তার পর ও আপনি এই চরের সৌন্দর্যের কাছে অন্য কোনো চরের সৌন্দর্যের মিল খুজে পাবেন না ।