আগামী নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন

জাতীয়

ভোরের দূত ডেস্ক: পর্যটকদের জন্য আগামী ১লা নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপ খুলে দেওয়া হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দ্বীপটি আগামী ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকবে।

পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন

পরিবেশ সুরক্ষার জন্য সেন্টমার্টিনে পর্যটকদের সংখ্যা সীমিত করা হয়েছে। সচিব নাসরীন জাহান বলেন:

  • প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন।
  • প্রথম দুই মাস, অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর, পর্যটকদের দিনে গিয়ে দিনেই ফিরে আসতে হবে।
  • পর্যটকরা শুধুমাত্র জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দ্বীপে রাত্রিযাপন করতে পারবেন।

সংবাদ সম্মেলনে বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশীর উদ্দিন জানান, পর্যটন শিল্পের জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে এবং এর সামগ্রিক উন্নতি হলে খাতটি আরও এগিয়ে যাবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রসঙ্গে তিনি বলেন, এটি কবে চালু হবে, সেই নির্দিষ্ট তারিখ এখনও ঠিক হয়নি। তবে সরকার এতে ২১ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে এবং যত দ্রুত সম্ভব তা চালু করতে কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *