শারদীয় দুর্গাপূজায় র‌্যাব-১৩ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ধর্ম

মাসুম পারভেজ: আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে টানা ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গাইবান্ধা পৌর শহরের কেন্দ্রীয় কালিবাড়ী মন্দিরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার মো. আনিচ উদ্দিন। তিনি বলেন, “প্রতিবছরের ন্যায় এবারও দুর্গাপূজাকে ঘিরে র‌্যাব কঠোর অবস্থানে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটানো বা যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সাদা পোশাকের সদস্যসহ দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও জানান, কোনোরূপ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বা ঘটার আশঙ্কা দেখা দিলে দ্রুত র‌্যাবের কন্ট্রোল রুমে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সুজন প্রসাদসহ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

এর আগে র‌্যাব কমান্ডার মো. আনিচ উদ্দিন কেন্দ্রীয় কালিবাড়ী মন্দির ঘুরে দেখেন। তিনি জানান, এ বছর গাইবান্ধা জেলার মোট ৫৮৬টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, যেগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের টহল জোরদার থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *