অচলাবস্থা কাটিয়ে ৫ অক্টোবর থেকে খুলছে বাকৃবি, আবাসিক হল খুলছে ৩ অক্টোবর

জাতীয়

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রায় এক মাসের অচলাবস্থা শেষে আগামী ৫ অক্টোবর থেকে নিয়মিত ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীরা ৩ অক্টোবর সকাল ৯টা থেকে নিজ নিজ আবাসিক হলে উঠতে পারবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৩১ আগস্ট অনুষ্ঠিত শিক্ষা পরিষদের সভার পর সেদিন রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। সেই কারণে আগামী ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের নিয়মিত ক্লাস, গবেষণা কার্যক্রম ও একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে। পরীক্ষা সংক্রান্ত তথ্য শিক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট অনুষদ ও ইনস্টিটিউটের পরিচালকরা পৃথকভাবে ঘোষণা করবেন।

শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা করেছে যে, ৩ অক্টোবর সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ আবাসিক হলে উঠতে পারবেন। এটি কার্যকর করতে মঙ্গলবার অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চলমান অচলাবস্থার কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ও আবাসিক জীবন অনেকটা বাধাগ্রস্ত হয়েছিল। নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশাসন আশা করছে, নিয়মিত ক্লাস ও গবেষণা কার্যক্রম পুনরায় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক জীবন স্বাভাবিক হয়ে উঠবে।

এদিকে শিক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে দীর্ঘদিন বন্ধ থাকা ক্লাস ও পরীক্ষা পুনরায় শুরু হওয়ায় আনন্দ ও উৎফুল্লতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও আশা করছে, সকল শিক্ষার্থী সময়মতো আবাসিক হলে উঠবেন এবং নতুন শিক্ষাবর্ষে নিয়মিতভাবে অংশগ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *