রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন পেছাল

ক্যাম্পাস

ভোরের দূত ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। পূর্বে ঘোষিত ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ সোমবার রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন তারিখ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। এই পরিস্থিতিতে, নির্বাচনটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচন পেছানোর দাবি জানিয়েছিল, তবে ছাত্রশিবির সমর্থিত প্যানেল নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *