মশিউর রহমান নাদিম, কিশোরগঞ্জ: জাতীয় যুবশক্তির কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি থেকে সম্প্রতি আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. মাহফুজুর রহমানকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভৈরবের মো. মানিক মিয়া। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলার ইয়াজ ইবনে জসিম, মো. খালেদ মহিবুল্লাহ, মো. আয়তুল্লাহ কবির, কটিয়াদীর রাকিবুল হাসান ও সদর উপজেলার মো. রহমত উল্লাহ।সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জুবায়ের আলম। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন কটিয়াদীর কাউসার মিয়া। এছাড়া বিভিন্ন দপ্তরের যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন—যুব উন্নয়নে মো. মাহমুদুল হক, দপ্তরে এস.এম রাজিব, অর্থে মো. আবু হোজাইফা, শিক্ষায় কুলিয়ারচরের মোবারক হোসেন, প্রচারে তাইবা নিকলির প্রতিনিধি, ধর্মে হোসেনপুরের মো. নাইম মিয়া এবং ক্রীড়ায় করিমগঞ্জের মো. জুয়েল মিয়া।
এছাড়াও কমিটিতে মুখ্য সংগঠক করা হয়েছে মো. আলিমুল হককে। সিনিয়র সংগঠক রিয়াদ আহমেদ, এবং সংগঠক পদে রয়েছেন মো. আসিফ ইকবালসহ প্রায় ২০ জন তরুণ। এর মধ্যে নারী প্রতিনিধি হিসেবে রয়েছেন কটিয়াদীর শারমিন আক্তার।
কেন্দ্রীয় যুবশক্তির পক্ষে কমিটি অনুমোদন করেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে— তরুণ সমাজকে দেশ গঠনের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ কমিটি কাজ করবে। বিশেষ করে শিক্ষা, ক্রীড়া, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক উন্নয়ন ও প্রচারণার মাধ্যমে জাতীয় যুবশক্তিকে একটি আধুনিক ও কার্যকর সংগঠনে রূপ দিতে পদক্ষেপ নেওয়া হবে।