ভোরের দূত ডেস্ক: শৃঙ্খলার ব্যাপারে বরাবরই কঠোর বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক। এই জার্মান কোচ প্রমাণ করলেন যে, কোনো খেলোয়াড় নিয়ম না মানলে তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হন না। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সায় খেলতে আসা ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডের ক্ষেত্রে।
গতকাল ম্যাচের দিন সকালে দলের সঙ্গে দেরিতে যোগ দেওয়ায় ফ্লিক রাশফোর্ডকে প্রথমার্ধে বেঞ্চে বসিয়ে রাখেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো এই ঘটনাটিকে শাস্তি হিসেবে উল্লেখ করেছে।
ধারে বার্সায় যোগ দেওয়ার পর থেকেই রাশফোর্ড দুর্দান্ত ফর্মে আছেন। তিনি নিয়মিত গোল ও অ্যাসিস্ট করে চলেছেন। গতকাল গেতাফের বিপক্ষে বার্সেলোনা ৩-০ গোলে জয়লাভ করে। ম্যাচের দ্বিতীয়ার্ধে রাফিনিয়ার বদলি হিসেবে রাশফোর্ড মাঠে নামেন এবং ৬২ মিনিটে তার অ্যাসিস্ট থেকেই দানি ওলমো দলের তৃতীয় গোলটি করেন। এই নিয়ে বার্সার হয়ে সর্বশেষ তিন ম্যাচে দুটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন এই ইংলিশ ফরোয়ার্ড।
যদিও ফ্লিক সরাসরি শাস্তির কথা বলেননি, তিনি বলেছেন যে ক্লান্তি এড়াতে খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হচ্ছে। তিনি বলেন, “ক্লান্তি নেই এবং খেলার জন্য প্রস্তুত, এমন খেলোয়াড় দলে থাকা খুব জরুরি। মৌসুম সবে শুরু হয়েছে, সবাইকে আমাদের দরকার পড়বে।”