মাসুদুর রহমান রুবেল, সাভার: ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৯টি মাদক মামলাসহ অন্তত ১২টি মামলার আসামি রিয়াজ উদ্দিন (৩৫) এবং তার সহযোগী মো. সবুজ (৪১)-কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। এর আগে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার কুরগাঁও এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত রিয়াজ উদ্দিন আশুলিয়ার ঘোষবাগ পঁশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং তার সহযোগী সবুজ বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর এলাকার বাসিন্দা। সবুজ আশুলিয়ার নবীনগর কুড়গাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, গত শনিবার (২০ সেপ্টেম্বর) রিয়াজ উদ্দিনের মা রোমিজা (৬০) এবং বড় ভাই শাহজদ্দি (৪০)-কেও যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক করা হয়েছিল।