রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে অনুষ্ঠিত NUSDF সম্মেলন ২০২৫

সারাদেশ

রাজশাহী প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার বাইরেও সক্ষম ও প্রস্তুত করে তুলতে রাজশাহী ডিভিশনে প্রথমবারের মতো ”NUSDF দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫” আয়োজন করা হয়। রাজশাহীর বিভিন্ন কলেজ থেকে প্রায় ৩০০ শিক্ষার্থী সম্মেলনে অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জহুর আলী, যিনি প্রধান অতিথি হিসেবে বলেন যে, একাডেমিক ধারায় শিক্ষার্থীদের শুধুমাত্র বই‑পড়াশোনা নয়, নরম দক্ষতা, যোগাযোগ, দলবদ্ধ কাজ, নেতৃত্বগুণসহ বাস্তব‑জীবনের চাহিদাগুলোও শেখা প্রয়োজন। এন, ইউ, এস, ডি, এফ বাংলাদেশের এই উদ্যোগকে তিনি অত্যন্ত প্রশংসনীয় হিসেবে বর্ণনা করেন এবং ভবিষ্যতে gleichen ধরনের কাজগুলিতে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় এবং বিভিন্ন কর্পোরেট নেতারা তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা প্রদান করেন। বক্তাদের মধ্যে ছিলেন আসিফ ইকবাল (গাঙচিল মিউজিক), আবু সায়েম, জান্নাতুন নূর, এবং কে. এম. হাসান রিপন।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ আবদুল আউয়াল মিয়ান (সরকার এডওয়ার্ড কলেজ, পাবনা), সারওয়ার জাহান (রাজশাহী সরকারি মহিলা কলেজ), মোঃ নাহিদ ইসলাম অনিক (অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার) সহ আরও অনেকে।

সম্মেলনে বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগী হিসেবে যুক্ত ছিল। MSR Clearance টাইটেল পার্টনার, Creative IT Institute স্কিল ডেভেলপমেন্ট পার্টনার, Rajshahi Apollo Hospital হেলথ পার্টনার, আলফা টেক টেক পার্টনারসহ আরও প্রতিষ্ঠান এতে অংশ নেন। এছাড়া শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধির জন্য ল্যাপটপ ও বিভিন্ন গিফট প্রদান করা হয়।

NUSDF Bangladesh ইতিমধ্যেই ২০২০ সাল থেকে এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রতিষ্ঠানটি স্কিল ডেভেলপমেন্ট সামিট, জব ফেয়ার, আইটি সামিট, পাবলিক স্পিকিং মাস্টারমাইন্ড, টিম‑বিল্ডিং ডে, ক্যারিয়ার ডে ইত্যাদির আয়োজন করছে।

প্রতিষ্ঠাতা ও সভাপতি রিয়াজ হোসাইন জানান, তারা চান যেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের কর্পোরেট জীবনের জন্য প্রস্তুত করতে প্রয়োজনীয় দক্ষতা বিকাশের সুযোগ থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *