মো: বদরুল আলম বিপুল, টাঙ্গাইল: ভলাবীব গ্রুপের চেয়ারম্যান দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেলের ব্যক্তিগত উদ্যোগে সখীপুর-কচুয়া সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে সখীপুর মা ও শিশু কেয়ার ক্লিনিক থেকে মিলপাড় পর্যন্ত সড়ক সংস্কারের কাজ চলমান রয়েছে।
সরেজমিনে জানা যায়, বর্ষা মৌসুমের শুরুতেই জনগুরুত্বপূর্ণ গোড়াই-সাগরিঘী সড়কের কচুয়া-সখীপুর অংশটি ভেঙে গিয়ে শত শত গভীর গর্তের সৃষ্টি হয়। বিকল্প সড়ক না থাকায় প্রতিদিন ভারী যানবাহনসহ হাজারো গাড়ি এ পথে চলাচল করে। ফলে সড়কটি যানবাহন ও মানুষের জন্য অনুপযোগী হয়ে পড়ে। এতে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যেতে যাত্রীদের অতিরিক্ত দূরত্ব অতিক্রম করতে হয়। দীর্ঘদিন ধরে এ দুর্ভোগে পড়ে স্থানীয়রা মানববন্ধন ও স্মারকলিপি দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।
এ অবস্থায় লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল নিজ উদ্যোগে ইট-বালু দিয়ে সংস্কারকাজ শুরু করেন।
অটোরিকশা চালক ফজলু মিয়া বলেন, রাস্তা এতটাই খারাপ হয়ে গেছে যে প্রায়ই গাড়ি উল্টে যায়।
সখীপুর সরকারি কলেজের শিক্ষক আব্দুল মালেক বলেন, “বিকল্প পথ না থাকায় ভারী যানবাহন প্রতিদিনই এ রাস্তা দিয়ে চলাচল করে। তখন হেঁটেও পার হওয়া যায় না।
পথচারী জহিরুল ইসলাম বলেন, “রাস্তা সংস্কারের দাবিতে আমরা আন্দোলন করেছি। কিন্তু কোনো কর্তৃপক্ষ এগোয়নি। এজন্য আমরা সালাউদ্দিন আলমগীর রাসেলকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
এ বিষয়ে সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, মানুষের কষ্টের ছবি অনলাইনে দেখে আমি বসে থাকতে পারিনি। আমি ব্যক্তিগতভাবে সবার সুখ-দুঃখের সাথী হতে চাই। এজন্যই মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছি। আমি কিছু চাই না, শুধু সকলের দোয়া চাই।