ভোরের দূত ডেস্ক: দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ৩৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৪০ হাজার ৯১ জন ছাড়িয়ে গেছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭১ জন, এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ২৪৪ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২১ জন ডেঙ্গু রোগী, যা নিয়ে এ বছর মোট ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৯৪৮ জনে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৬৭ জনের মৃত্যু হয়েছে।