মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা

ইতিহাস ও ঐতিহ্য

মোঃ মেসবাহ্ উদ্দিন,  মাদারীপুর: মাদারীপুর জেলার ধুরাইল ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীতে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। দীর্ঘদিনের প্রাচীন লোকজ ঐতিহ্য ধরে রাখতে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন এলাকার মোট ১২টি নৌকা দল।

প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে হাজারো মানুষের ঢল নামে। চারপাশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি আর দর্শকদের উল্লাসে আড়িয়াল খাঁ নদী মুখরিত হয়ে ওঠে।

ভোরের দূতপ্রতিযোগিতায় “বিজয় বাহিনী” দল প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় হয় “আড়িয়াল খাঁ তরী” এবং তৃতীয় হয় “ধুরাইল যুবসংঘ”। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হাবিবুর রহমান হাওলাদার।

প্রতিযোগিতা শেষে অতিথিদের বক্তব্যে চেয়ারম্যান হাবিবুর রহমান হাওলাদার বলেন, “নৌকা বাইচ আমাদের গ্রামীণ ঐতিহ্যের অন্যতম অংশ। এ ধরনের আয়োজন শুধু বিনোদন নয়, বরং মানুষকে ঐক্যবদ্ধ করে এবং তরুণদের সুস্থ সংস্কৃতির সাথে সম্পৃক্ত রাখে।”

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও নারী-পুরুষ, শিশু থেকে বৃদ্ধ সবাই প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

স্থানীয়রা জানান, প্রতিবছর এ ধরনের আয়োজন হলে গ্রামীণ সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে এবং নদী ও নৌকার প্রতি মানুষের টান অটুট থাকবে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *