জিয়া স্মৃতি পাঠাগার কর্তৃক চরফ্যাশনে শতাধিক কৃতি শিক্ষার্থী সংবর্ধিত

সারাদেশ

নাজমুল হুদা, চরফ্যাশন প্রতিনিধি: জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে চরফ্যাশনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় চরফ্যাশন পৌর শহরের ব্রজ গোপাল টাউন হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি তার বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রধান চালিকাশক্তি। তিনি আরও বলেন, বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এলে শহীদ জিয়ার দেখানো পথে শিক্ষার আধুনিকায়নে কাজ করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান জুয়েল। শিক্ষার্থীদের পক্ষ থেকে সালমান সাজিদ ও নুরুন আশসিফা বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি, কলেজের অধ্যক্ষ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। এ সময় কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *