শরীয়তপুরের জাজিরায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

সারাদেশ

মোঃ আমির হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলার জাজিরা বিলাসপুর ইউনিয়নের মোল্লা বাড়ির ঘাটায় ব্রীজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল  নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে,

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বিলাসপুরের মোল্লাবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়  সূত্রে জানা যায় নিহত যুবক বিলাসপুর ইউনিয়নের রাজ্জাক মাদবরের ছেলে জিসান মাদবর। এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা আমজেদ সিকদারের ছেলে গুরুতর আহত হয়েছেন।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আমজাদ সিকদারের ছেলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানে ধাক্কা দেয়, পরে সড়কের পাশের গাছে গিয়ে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
এমন দুঃখজনক ঘটনা আমাদের সবাইকে সতর্ক করছে যে, মোটরসাইকেল চালানোর সময় অতিরিক্ত গতি ও অসতর্কতা থেকে বিরত থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *