ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

আবহাওয়া সারাদেশ

হারুন অর রশিদ দুদু, শেরপুর : টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মহারশি নদীর বাঁধ ভেঙে উপজেলা সদর বাজারসহ আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর থেকে মহারশি ও সোমেশ্বরী নদীর পানি হঠাৎ বেড়ে যায়। একপর্যায়ে মহারশি নদীর বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করলে খৈলকুড়া গ্রামের সাত্তার মিয়া, বারেক মিয়া, বাচ্চু মিয়া, রহিম মিয়া ও আমিনুলের বাড়িসহ অন্তত ৭–৮টি ঘর ভেঙে পড়ে। একই সময়ে সোমেশ্বরী নদীর পানি বেড়ে ধানশাইল ইউনিয়নের কারাগাঁও–ধানশাইল সড়কের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন জানান, এ ঘটনায় ১১৩ হেক্টর রোপা আমন জমি পানির নিচে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। বন্যা মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার তৎপরতার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *