এমবাপ্পের জোড়া পেনাল্টিতে জিতলো রিয়াল

খেলাধুলা

সন্নিবেশ: চ্যাম্পিয়নস লিগের শুরুটা দারুণ নাটকীয় হলো রিয়াল মাদ্রিদের জন্য। ১০ জনের দলে পরিণত হওয়া লস ব্লাঙ্কোস শেষ মুহূর্তে বিতর্কিত এক হ্যান্ডবল পেনাল্টি থেকে এমবাপ্পের জোড়া গোলের সুবাদে মার্সেইকে হারালো ২-১ গোলে।

ম্যাচের শুরুতেই চাপ সামলাতে হিমশিম খায় রিয়াল। কাউন্টার অ্যাটাক থেকে সাবেক ম্যানইউ তারকা ম্যাসন গ্রিনউড বল বাড়ান টিমোথি উইয়াকে, আর তিনি জোরালো শটে থিবো কর্তোয়াকে পরাস্ত করে মার্সেইকে এগিয়ে দেন।

তবে খুব বেশি সময় লাগেনি রিয়ালের সমতায় ফিরতে। রদ্রিগোকে ফাউল করায় পেনাল্টি পায় তারা। বল হাতে নিয়ে দায়িত্ব নেন এমবাপ্পে, আর ঠান্ডা মাথায় স্পটকিক থেকে গোল করে ম্যাচে ফেরান দলকে।

এরপর দুই দলই একে অপরের গোলমুখে আক্রমণ শানায়। এমবাপ্পে ও আর্দা গুলের কয়েকটি প্রচেষ্টা ঠেকান মার্সেইর গোলকিপার রুল্লি। পাল্টা আক্রমণে কর্তোয়াও ছিলেন সতর্ক।

কিন্তু ম্যাচের গতি পাল্টে যায় শেষ ২০ মিনিটে। অযথাই মার্সেইর গোলরক্ষক রুলির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে হেডবাট করেন দানি কারভাহাল। ভিএআরের পর লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় অভিজ্ঞ এই ডিফেন্ডারকে।

সবকিছু মিলিয়ে যখন মনে হচ্ছিল ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে রিয়ালকে, তখনই আসে ভাগ্যের ছোঁয়া। মার্সেইর ফাকুন্ডো মেদিনা বক্সের ভেতরে ট্যাকল করতে গিয়ে হাত দিয়ে বল স্পর্শ করলে রেফারি বিতর্কিতভাবে দ্বিতীয় পেনাল্টি দেন। আবারও এমবাপ্পে ঠান্ডা মাথায় জালে বল পাঠিয়ে নিশ্চিত করেন রিয়ালের তিন পয়েন্ট।

চমক, নাটক আর বিতর্ক। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ যাত্রার সূচনা হলো রোমাঞ্চকর এক জয়ের মধ্য দিয়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *