আশুলিয়ায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

অপরাধ

মাসুদুর রহমান রুবেল, সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুস্তম আলী (২৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান। এর আগে ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকা থেকে গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা।

নিহত রুস্তম আলী নীলফামারী জেলার জলঢাকা থানার ছলিম উদ্দিনের ছেলে। তবে তিনি ও তার পেশা সম্পর্কে বিস্তারিত জানা যায় নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় রুস্তম নামের ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় স্থানীয় ও পথচারীরা। পরে তাকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন। রুস্তমের গলায় গুলির চিহ্ন পাওয়া গেছে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ওই যুবককে অন্য কোন জায়গায় গুলি করা হয়েছে এবং মরদেহ পরিবহনযোগে এনে এই এলাকায় ফেলে গেছে দুর্বৃত্তরা। আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি।  কে বা কারা যুবকের লাশ ওই এলাকায় ফেলে গেল তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে। আমরা নিহতের পরিবারে খবর দিয়েছি, এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *