এবার মহাবিশ্বের প্রাচীনতম ব্ল্যাক হোল আবিষ্কার হলো

আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি

সন্নিবেশ: বিজ্ঞানীরা মহাবিশ্বের সবচেয়ে পুরনো ব্ল্যাক হোলের সন্ধান পেয়েছেন, যা সৃষ্টি হয়েছিল বিগ ব্যাং-এর মাত্র ৫০ কোটি বছর পর, অর্থাৎ আজ থেকে প্রায় ১৩.৩ বিলিয়ন বছর আগে।

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) এই বিশাল ব্ল্যাক হোলের ছবি তোলে, যা তখন তার নিজস্ব গ্যালাক্সি তৈরি করছিল। গবেষণা অনুযায়ী, এটি সূর্যের ভরের প্রায় ৩৮ মিলিয়ন গুণ।

গবেষকরা একটি রহস্যময় লাল বিন্দু, CAPERS-LRD-z9, পর্যবেক্ষণ করে দেখেছেন এর আলো পৃথিবীতে পৌঁছাতে লেগেছে ১৩.৩ বিলিয়ন বছর। সেই আলোর মধ্যে হাইড্রোজেনের চিহ্ন পাওয়া গেছে, যা প্রমাণ করে ব্ল্যাক হোলের চারপাশে গ্যাস অত্যন্ত দ্রুত ঘুরছে, এটাই সক্রিয় ব্ল্যাক হোলের স্পষ্ট প্রমাণ।

আরও জানা গেছে, ব্ল্যাক হোলটির চারপাশ ঘন গ্যাস ও ধুলোর আস্তরণে ঢাকা। এর কারণেই আলো লালচে রঙ ধারণ করেছে, যেটিকে বিজ্ঞানীরা “লিটল রেড ডট” বলে অভিহিত করছেন।

এই আবিষ্কার জ্যোতির্বিজ্ঞানীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রমাণ করছে মহাবিশ্বের একেবারে প্রাথমিক সময়েও ব্ল্যাক হোল গ্যালাক্সি গঠনে বড় ভূমিকা রেখেছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *