নালিতাবাড়ীতে জেলা প্রশাসকের পরিদর্শন: উন্নয়ন ও জনসেবায় নতুন দিগন্তের সূচনা

সারাদেশ

হারুন অর রশিদ দুদু, শেরপুর: শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান ১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার নালিতাবাড়ী উপজেলা পরিদর্শন করেছেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি স্থানীয় উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রম তদারকি করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রথমে নালিতাবাড়ী পৌরসভা ঘুরে দেখেন। এ সময় পৌরসভার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে জনসেবায় দ্রুততা ও স্বচ্ছতা আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

পরে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এতে ২৫ হাজার চারা রোপণ ও বিতরণের মাধ্যমে সবুজ ও টেকসই পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, “এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব সমাজ গঠনে অনুপ্রাণিত করবে।”

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি নালিতাবাড়ী পৌরসভার সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন। জেলা প্রশাসক জানান, এ প্রকল্প পৌরসভার নিরাপত্তা ও কাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে এবং সামগ্রিক উন্নয়ন যাত্রায় মাইলফলক হয়ে থাকবে।

এছাড়া তিনি মন্ডলিয়াপাড়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং ভূমি সেবা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। সেবাগ্রহীতাদের জন্য নির্মিত বসার স্থান “অরুণালয়” এরও উদ্বোধন করেন তিনি।

জেলা প্রশাসন শেরপুরের পক্ষ থেকে জানানো হয়, দিনব্যাপী এসব কর্মসূচি নালিতাবাড়ীর জনসেবা, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *