শহিদুল ইসলাম, উখিয়া-টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বিজিবির যৌথ অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় দুই মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃতরা হলেন টেকনাফের মৃত সৈয়দ আমিন এর ছেলে মোঃ সাদেক (১৯) ও টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত কবির আহমেদ এর ছেলে আনাছ (৪০)।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ ফিশারী ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থানের অবস্থান টেকনাফ বিওপি হতে আনুমানিক ৫০ গজ পশ্চিম-দক্ষিণ দিকে এবং সীমান্ত পিলার বিআরএম-৬ হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে।
অভিযানে ট্রলারের নিচের অংশে জালের কুণ্ডুলির ভেতর থেকে ১২টি হলুদ রঙের প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী মোড়কে মোট ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, ট্রলারের মালিক “খতিয়ার” এর নির্দেশে মিয়ানমারের জিঞ্জিরা নামক স্থান হতে ইয়াবাগুলো সংগ্রহ করে বাংলাদেশের লবণঘাট এলাকায় পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তাদের। এর বিনিময়ে প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল।
এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন,
“সীমান্ত পাহারার পাশাপাশি বিজিবি মাদকবিরোধী অভিযানে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, আটক আসামি, ট্রলার ও উদ্ধারকৃত ইয়াবাসহ আনুষঙ্গিক মালামাল টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানান, বিজিবি’র নিয়মিত টহল ও বিশেষ অভিযানের কারণে সীমান্ত এলাকায় মাদক কারবারীদের কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।