ভোরের দূত ডেস্ক: লাস্যময়ী মডেল লানা ম্যাডিসন, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নামকরা একজন মডেল, সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ফলোয়ারের মন কেড়েছেন। সৌন্দর্য, রূপ আর শরীর—সবদিকেই নজরকাড়া। তবে অনেকে অবাক হয়েছেন, তিনি কেন সাধারণত সুদর্শন পুরুষদের এড়িয়ে ‘কুৎসিত’ দেখতে ছেলেদের সঙ্গে ডেটে যান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে লানা ম্যাডিসন জানিয়েছেন, তিনি বহু সার্জারির সাহায্যে নিজের রূপ, ত্বক, চুল ও শরীরের গঠন পরিবর্তন করেছেন। মূল উদ্দেশ্য, নিজের সৌন্দর্যের কারণে সকলের নজর নিজের দিকে টানা। তিনি বলেন, “যদি সুদর্শন পুরুষদের সঙ্গে ঘোরাঘুরি করি, সবাই যুগলকে দেখবে, আমার গুরুত্ব থাকবে না। ‘কুৎসিত’ দেখতে পুরুষদের সঙ্গে ডেটে গেলে সব নজর আমার দিকে থাকবে।”
লানা আরও বলেছেন, সুদর্শন পুরুষরা সহজেই মন ভাঙতে পারে, ফলে প্রেমে প্রতারণার সম্ভাবনা থাকে। ‘কুৎসিত’ দেখতে পুরুষদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এই সম্ভাবনা কম থাকে। তাই তিনি বেছে বেছে এমন মানুষদের সঙ্গ পছন্দ করেন, যাদের সঙ্গে সম্পর্ক বেশি স্থায়ী এবং নিজের গুরুত্ব বজায় থাকে।
এই ধরনের ডেটিং ট্রেন্ড বিশ্বজুড়ে নতুন কিছু নয়। অনেকেই এটিকে ‘স্রেকিং’ হিসেবে উল্লেখ করছেন। তবে মনোবিজ্ঞানীরা মনে করছেন, সত্যিকারের ভালোবাসা বাহ্যিক সৌন্দর্যের ওপর নির্ভর করে না; বরং চরিত্র, সততা, বিশ্বাস, ভরসা ও মানসিক বন্ধনের ওপর নির্ভর করে।
লানা ম্যাডিসন নিয়মিত সোশ্যাল মিডিয়ায় তার আকর্ষণীয় ছবি পোস্ট করেন, তবে বয়ফ্রেন্ডদের ছবি কখনও ফলোয়ারদের সঙ্গে শেয়ার করেন না। তাঁর এই রুচি ও সিদ্ধান্তই তাকে আলাদা পরিচিতি দিয়েছে।