তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে একটি মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জেলে অগ্নিদগ্ধ হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে খাপড়াভাঙ্গা নদীর আলমগীর মৃধার তেলের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে জহির হোসেন (৫৫)-এর শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গেছে। তাকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই জেলে শহিদুল ইসলাম (৩০) ও সাইফুল ইসলাম (৩০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী জেলে আবদুল মালেক জানান, হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে, না হলে পুরো ট্রলার পুড়ে যেত।
আরেক জেলে জাকির হোসেন বলেন, বিস্ফোরণের পর জহির হোসেনের শরীরের বড় অংশ আগুনে দগ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী জানান, অগ্নিদগ্ধ জহির হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।