কৃষিজমি ভুটানকে লিজের প্রতিবাদে কুড়িগ্রামে কৃষকদের বিক্ষোভ

আন্তর্জাতিক জাতীয়

ভোরের দূত ডেস্ক: কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের কৃষিজমি ভুটানকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) করার জন্য লিজ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের মাধবরাম এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেন শত শত কৃষক। হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। কৃষকদের অভিযোগ—প্রজন্মের পর প্রজন্ম ধরে আবাদ করা জমি ষড়যন্ত্রমূলকভাবে খাস খতিয়ানভুক্ত করে ভুটান রাজার কাছে লিজ দেওয়া হচ্ছে। তারা এ সিদ্ধান্ত মেনে নেবেন না।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি এরশাদুল মিয়া এবং সঞ্চালনা করেন ফারুক আহমেদ। বক্তব্য রাখেন—উপদেষ্টা এ্যাডভোকেট রায়হান কবীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, জেলা আহ্বায়ক মনতাজ মিয়া, সদস্য সচিব রেজাউল করিম, অর্থ সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় কৃষক নেতারা।

বক্তারা বলেন, এ জমি আমাদের পূর্বপুরুষের ঘাম-রক্তে অর্জিত সম্পদ। কোনো প্রকার আলোচনা ছাড়াই বিদেশি শক্তির হাতে জমি তুলে দেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করা হবে। প্রয়োজনে জীবন দিতে রাজি, কিন্তু এক ইঞ্চি জমিও ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ থেকে তিন দফা দাবি জানানো হয়—
১. ভোগডাঙ্গা মৌজার জে.এল. নং ৪৩-এর জমি খাস খতিয়ানভুক্ত করার সিদ্ধান্ত বাতিল;
২. ভুটান রাজার সঙ্গে সম্পাদিত ইপিজেড লিজ চুক্তি বাতিল;
৩. প্রকৃত মালিকদের মালিকানা নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধ করা।

নেতৃবৃন্দ সতর্ক করে বলেন, অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ না হলে কুড়িগ্রামের সর্বস্তরের কৃষকদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে অনশন, মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *